দুর্যোগের নাম
অতিরিক্ত কুয়াশা, শিশির ও আর্দ্র আবহাওয়া
ফসল রসুন
বাংলা মাসের নাম :
মাঘ
ইংরেজি মাসের নাম :
জানুয়ারী
ফসল ফলনের সময়কাল :
রবি , খরিফ- ১
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

* আক্রান্ত গাছ  তুলে ফেলুন।

দুর্যোগ পূর্ববার্তা :
গণ মাধ্যমে বার্তা শোনা
প্রস্তুতি :
• জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। * বপনের পূর্বে বীজ শোধন করা (ভিটাভেক্স-২.৫ গ্রাম বা ব্যাভিষ্টিন- ২ গ্রাম প্রতি কেজি বীজ) বা ট্রাইকোডারমা ভিড়িডি ( ৩-৪ গ্রাম/ কেজি বীজ) দ্বারা শোধন করা• সুষম হারে সার প্রয়োগ করুন। ; • বীজ বপনের পূর্বে থিরাম+কার্বোক্সিন গ্রুপের ছত্রাকনাশক প্রোভেক্স-২০০ (লারসেন কোম্পানী) প্রতি কেজি বীজের জন্য ২.৫ গ্রাম হারে মিশিয়ে শোধন করে নিতে হবে।*বাত্তি ফসল তুলে ফেলুন।
তথ্যের উৎস:
জলবায়ু পরিবর্তন ও কৃষি- এ আই এস