ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম ( কৃষি সম্প্রসারণ প্রকল্প) ক্ষুদ্র কৃষক – নারী ও পুরুষ উভয়ই যাতে কৃষি সম্প্রসারণ সেবা সহজ উপায়ে পেতে পারে সে লক্ষ্যে কাজ করছে । প্রকল্পটি:
■ ক্ষুদ্র কৃষকদের উৎপাদনকারী দল গঠনের মাধ্যমে সহযোগিতা করে “সম্মিলিত/ সমন্বিত” প্রচেষ্টার দ্বারা কৃষকদের নিকট কৃষি সম্প্রসারণ সেবা, কৃষি উপকরণসমূহ ও কৃষি বাজারের তথ্য সহজ ও অধিক কার্যকারী ভাবে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে ।
■ উন্নত কৃষি সম্প্রসারণ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারী ও বেসরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন করছে ।
■ উন্নত কৃষি সম্প্রসারণ সেবা প্রদর্শনের লক্ষ্যে চারটি উপজেলায় ১৩৯ টি কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে – যা কৃষকদের পরামর্শ ও সহায়তা নিশ্চিত করে একটি “ওয়ান স্টপ” তথ্য কেন্দ্রের ন্যায় কাজ করছে ।
■ তথ্য ও প্রযুক্তি (ICT ) ব্যবস্থা প্রবর্তনের মাধ্যেমে সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষকদের মাঝে নতুন ভাবে কৃষি তথ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে ।
প্রকল্পটি প্রায় ৪০০০ টি কৃষক উৎপাদনকারী দল গঠন ও তাদের সহায়তা করছে যাতে তারা “সম্মিলিত/ সমন্বিত” প্রচেষ্টার মাধ্যমে সম্প্রসারণ সেবা, প্রয়োজনীয় উপকরণ এবং আর্থিক সেবা ও বাজারের প্রবেশাধিকারের জন্য চাহিদা/দাবি জানাতে পারে । কৃষক উৎপাদনকারী দল গঠনের মাধ্যমে প্রকল্পটি সরকারি ও বেসরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের আরো বেশী সংখ্যক কৃষকদের নিকট অধিক কার্যকারী ভাবে সেবা পৌঁছে দিতে সহায়তা করছে ।
উন্নত কৃষি সম্প্রসারণ সেবা প্রদর্শনের লক্ষ্যে, কৃষি সম্প্রসারণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যৌথ উদ্যোগে ও সহায়তায় চারটি নির্বাচিত প্রদর্শনী উপজেলায় ১৩৯টি কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্রের একটি নেটওয়ার্ক স্থাপন করেছে । এই সেবা কেন্দ্রসমূহ কৃষকদের একটি পরিচিতি ও নির্দিষ্ট স্থান থেকে কৃষি সম্প্রসারণ সেবা ও কৃষি বিষয়ক গুরুত্বপুর্ন তথ্যাদি আদান প্রদানের সুযোগ করে দিচ্ছে । এছাড়া এ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্রের প্রয়োজনীয় পদ্ধতি গ্রহন করে তা অন্যান্য উপজেলায় প্রতিস্থাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে । চারটি প্রদর্শন উপজেলা হলঃ
বরিশাল সদর, বরিশাল | ফরিদপুর সদর, ফরিদপুর |
---|---|
চৌগাছা, যশোর | কালিয়া, নড়াইল |
কৃষি সম্প্রসারণ প্রকল্পের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থার মুল উদ্দেশ্য হল কৃষকদের কাছে বিদ্যমান কৃষি ব্যবস্থার উন্নত কলাকৌশল গুলো তাদের চাহিদামত সহজ ও অধিক কার্যকারী ভাবে পৌঁছে দেওয়া । এ প্রকল্পটি বিভিন্ন ধরণের তথ্য প্রযুক্তি ভিত্তিক কৃষি এপ্লিকেশন তৈরী করছে যা ধারাবাহিক পদ্ধতিতে বিদ্যমান কৃষি সম্প্রসারণ সেবা ব্যবস্থার সাথে যুক্ত করা হবে যাতে । কৃষক ও সকল কৃষি স্টেকহোল্ডারগণ তা সহজে পেতে পারে । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং কৃষি তথ্য সার্ভিস (এআইএস)-এর তথ্য ও সম্প্রসারণ সেবা ব্যবস্থা সম্পাদনের জন্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) টুলস ক্ষেত্রও/স্থানও তৈরী করা হচ্ছে ।
অঞ্চল | ৩ | উৎপাদনকারী দল | ৪,০০০ |
---|---|---|---|
জেলা | ১২ | সম্প্রসারণ কর্মকর্তা | ১,০০০ |
উপজেলা | ২৬ | কৃসি সম্প্রসারণ সেবা কেন্দ্র | ১৩৯ |
কৃষক /কৃষাণী | ১১০,০০০ |
প্রকল্পটি বাংলাদেশের মধ্য ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ১২ টি জেলায় কাজ করছে । প্রকল্পের কার্যক্রম মুলত তিনটি আঞ্চলিক কার্যালয় যশোর, খুলনা ও বরিশাল থেকে পরিচালন করা হচ্ছে ।
কৃষি ভ্যালু চাইন নিয়ে কৃষক দল ও সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে সরাসরি কাজ করার মাধ্যমে প্রকল্পটি ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করছে, যাতে করে তারা তাদের প্রয়োজনীয় তথ্য, প্রশিক্ষণ এবং উপকরণসমূহ সহজে পাওয়ার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদের উৎপাদিত পন্য বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করতে পারে । প্রকল্পের ভ্যালু চেইনসমূহঃ
পাট | মুগডাল | মরিচ |
---|---|---|
ডেইরি | গরু মোটাতাজাকরন | মাছ |