ফসল ভুট্টা
রোগের নাম :
আদার কন্দপচা রোগ
রোগের কারণ :
পিথিয়াম এফানিডারমেটাম ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
ক্ন্দ পচে যায়, গাছ হলুদ থেকে লালচে হয়ে মারা যায় ।
দমন ব্যবস্থা:
• আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা বা পুড়ে ফেলুন ।* রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিষ্টিন বা নোইন বা রোডোমিল গোল্ড বা ডাইথেন এম-৪৫ বা ৪গ্রাম কুপ্রাভিট বা ১% বর্দোমিকচার মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করুন ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
আগা , কাণ্ড , ডগা
অন্যান্য:
একই জমিতে বা আক্রান্ত জমিতে অন্য ফসল আবাদ করুন।
তথ্যের উৎস:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmer’s Window