ফসল কচু
রোগের নাম :
ঝলসানো রোগ/ স্ট্যামফাইলিয়াম ব্লাইট
রোগের কারণ :
স্ট্যামফাইলিয়াম প্রজাতিরছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
আক্রান্ত গাছ বাদামি রঙ ধারণ করে। শেষ পর্যায়ে সমস্থ গাছ কালচে বাদামি রঙ ধারণ কওে, পড়ে গাছ ঝরসে পোড়ামতন দেখায়।
দমন ব্যবস্থা:
ফসলের অবশিষ্টাংশ নষ্টকরণ।পর্যাপ্ত জৈবসার ব্যবহার।আক্রমণ দেখামাত্র ম্যানকোজেব প্রতি লিটার পানিতে ২গ্রাম হারে মিশিয়ে ১০ দিন পরপর ২/৩ বার ম্প্রে করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা
অন্যান্য:
আক্রান্ত জমি থেকে বীজ না রাখা।
তথ্যের উৎস:
১।ফসলের বালাই ব্যবস্থাপনা মোঃ হাসানুর রহমান ২য় সংস্করন, জানুয়ারি, ২০১৩ । ২। সমন্বিত কৃষি সেবা প্রযুক্তি কৃষিবিদ মোঃ জসীম উদ্দিন ৬ষ্ঠ প্রকাশ, ২০১৬ ।