ফসল | মসুর |
রোগের নাম : | গোড়া পচা রোগ |
রোগের অন্য স্থানীয় নামঃ | - |
রোগের কারণ : | স্কেলেরোসিয়াম রলফসি ছত্রাক
|
যেভাবে ছড়ায়ঃ | স্কেলেরোসিয়াম রলফসি ছত্রাক
|
ক্ষতির লক্ষণ: | আক্রান্ত গাছ হলুদ রঙ ধারণ করে ,পরে গাছ ঢলে পরে শুকিয়ে যায়।
|
প্রধান ক্ষতির লক্ষণ: | আক্রান্ত গাছ হলুদ রঙ ধারণ করে ,পরে গাছ ঢলে পরে শুকিয়ে যায়।
|
দমন ব্যবস্থা: | প্রতি কেজি বীজ ২ গ্রাম প্রভেক্স ২০০ ডাবিলিউপি / ব্যাভেষ্টিন বালাইনাশক দিয়ে শোধন করুন। ফসলের অবশিষ্টাংশ নষ্টকরণ। পর্যাপ্ত জৈবসার ব্যবহার।
|
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : |
বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
কান্ডের গোঁড়ায়
|
অন্যান্য: | আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞে/ কৃষি এ্যাপস এর পরামর্শ গ্রহন।
|
তথ্যের উৎস: | ফসলের বালাই ব্যবস্থপনা - মো হাসানুর রহমান। সমšি^ত কৃষি সেবা প্রযুক্তি কৃৃষিবিদ মো জসিম উদ্দিন। |