| ফসল   | মসুর | 
			       
			      রোগের নাম :  |   এনথ্রাাকনোস রোগ  |  
 
								
				 রোগের অন্য স্থানীয় নামঃ    | -   |  
				
												 রোগের কারণ :   |  কলিট্রোট্যিকাম ছত্রাক
  |   
				
								 যেভাবে ছড়ায়ঃ    |  কলিট্রোট্যিকাম ছত্রাক
    | 
				
												 প্রধান ক্ষতির লক্ষণ:    |  ফুল আসার সুটে  আকর্ষী বা প্রধান কান্ডে ৮-১০টি পর্ব বা গিট তৈরি হয়  তখন এরাগ দেখা দেয়্ নিচের পত্র ফলকে চকলেট রঙের প্যাকাশে রঙওে দাগ দেকা যায়। আক্রমন বেশি হলে পাতা ঝওে পড়ে। কান্ডে বাদামি রঙের কাল সীমা দেয় ছোট ছোট দাগ দেখা যায়।
    | 
				
				
								 দমন ব্যবস্থা:  |   শস্যপর্যায়। মাটি শোধন। বোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ।
  | 
				
								
				 ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  : |  
					বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায় 
				 | 
				
												 ফসলের যে অংশে আক্রমণ করে    :  | 
					কাণ্ড , পাতা 
				 | 
			      			      			       অন্যান্য: |   সুষম সার ব্যবহার করুন।  রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে কপার অ·ি ক্লোরাইড ( ব্লু কপ ৫০ ডবলিউ পি) বা চ্যাম্পিয়ন ৭৭ ডবলিউ পি ) হারে মিশিয়ে ১০ দিন পরপর ২/৩ বার ম্প্রে করুন।
 |   
			      
			     
			      			        তথ্যের উৎস:  |    প্রয়োগনে কৃষি বিশেষজ্ঞে/ কৃষি এ্যাপস এর পরামর্শ গ্রহন।   |