ফসল বেগুন
রোগের নাম :
কান্ড ও ফল পচা রোগ
রোগের অন্য স্থানীয় নামঃ
-
রোগের কারণ :
Phomopsis vexans নামক ছত্রাক
যেভাবে ছড়ায়ঃ
Phomopsis vexans নামক ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
চারা গাছের কান্ডের গোড়ার দিকে বাদামি ক্ষত দেখা যায় ও গাছ বড় হলে ফলের গায়ে হালকা বাদামি ক্ষত দেখা যায়। প্রথমে মাটি বরাবর গাছের গোড়ায় প্রথমে সবুজাভ জলবসা দাগ দেখা যায়। এই দাগ কান্ডকে ঘিরে ফেলে। এরপর গাছ নেতিয়ে পড়ে ও গাছ মারা যায়। ফলন্ত গাছে আক্রমণ হলে ফল পঁচে যায়।
দমন ব্যবস্থা:
# সেচ /বৃষ্টির পর গাছের গোড়ার মাটি আলগা করে দিন। # আক্রান্ত ফল ও গাছ গোড়ার মাটিসহ তুলে পুড়িয়ে বা অনত্র বিনষ্ট করে ফেলুন। # ফসল সংগ্রহের পর সমস্থ গাছ ও জমি পুড়িয়ে রোগের জীবাণু নষ্ট করুন। # প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ভেবিস্টিন/ নোইন গুলে গাছের ফল,গোড়া, মাটি সহ ভিজিয়ে দিন। # প্রতি লিটার পানিতে প্রপিকোনাজল ( যেমন, টিল্ট) ০.০৫ গ্রাম হারে গাছের ফল,গোড়া, মাটি সহ ভিজিয়ে স্প্রে করে দিন # কার্বান্ডিজমঃ ব্যাভিস্টিন ডি.এফ @ ১ গ্রাম/লি. পানি; অথবা নোইন ৫০ wp (এপি-২৪১); অথবা আরবা ৫০ wp @ ২ গ্রাম/লি. পানি; অথবা এমকোজিম ৫০ wp @ ১ গ্রাম/লি. পানি; অথবা গোল্ডাজিম ৫০০ ইসি @ ১ মিলি/লি. পানি ভালোভাবে মিশিয়ে মাটিসহ গাছের গোড়ায় স্প্রে করতে হবে
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , ফল
তথ্যের উৎস:
ফসলের বালাই ব্যবস্থাপনা -মোঃ হাসানুর রহমান। ওয়েব সাইটঃ http://qais.ml/