| ফসল   | পটল | 
			       
			      রোগের নাম :  |  পটলের মোজাইক রোগ  |  
 
												 রোগের কারণ :   |  -  |   
				
																 প্রধান ক্ষতির লক্ষণ:    |  এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়।
    | 
				
				
								 দমন ব্যবস্থা:  |   *রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা ।*রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা । ১. ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে পুতে ফেলা/ ডাল কেটে দেয়া ২. জাব পোকা এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য ইমিডাক্লোরোপ্রিড ১ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।৩.  ফসল কাটার পর আক্রান্ত জমি ও তার আসে-পাশের জমির নাড়া পুড়িয়ে দিন।
  | 
				
								
				 ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  : |  
					বীজ , শুরুতে , চারা , সব , সংরক্ষণের সময় 
				 | 
				
												 ফসলের যে অংশে আক্রমণ করে    :  | 
					আগা , কাণ্ড , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় 
				 | 
			      			      			     
			      			        তথ্যের উৎস:  |  তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window   |