| ফসল   | পটল | 
			       
			      রোগের নাম :  |  পটলের ডাউনি মিলডিউ  |  
 
												 রোগের কারণ :   |  -  |   
				
																 প্রধান ক্ষতির লক্ষণ:    |  বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত পাতায় গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রংগের তালির মত দাগ দেখা যায়। ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে 
    | 
				
				
								 দমন ব্যবস্থা:  |   *আগাম বীজ বপন করুন । * সুষম সার ব্যবহার করুন।  * রোগ প্রতিরোধী জাত যেমন: বারি লাউ চাষ করুন।  *বিকল্প পোষক যেমন: আগাছা পরিস্কার রাখুন।  * আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না। *আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করুন।  * (ম্যানকোজেব+মেটালোক্সিল) গ্রুপের ছত্রাকনাশক যেমন: পুটামিল বা রিডোমিল গোল্ড অথবা (ম্যানকোজেব+ ফেনামিডন) গ্রুপের ছত্রাকনাশক যেমন: সিকিউর ২ গ্রাম/ লিটার হারে অথবা সালফার গ্রুপের ছত্রাকনাশক যেমন: কুমুলাস ২ কেজি/ হেক্টর হারে বা গেইভেট বা মনোভিট বা ম্যাকভিট ২ মিলি. / লি হারে পানিতে মিশিয়ে স্প্রে করুন।  | 
				
								
				 ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  : |  
					শুরুতে , পূর্ণ বয়স্ক , সংরক্ষণের সময় , ফল পরিপক্ব  , শুটি 
				 | 
				
												 ফসলের যে অংশে আক্রমণ করে    :  | 
					কাণ্ড , সব , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় 
				 | 
			      			      			     
			      			        তথ্যের উৎস:  |  তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window   |