ফসল পটল
রোগের নাম :
পটলের শুটি মোল্ড
রোগের কারণ :
-
প্রধান ক্ষতির লক্ষণ:
আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়।
দমন ব্যবস্থা:
১. আগাম বীজ বপন করা ২. সুষম সার ব্যবহার করা ৩. রোগ প্রতিরোধী জাত চাষ করা ৪. বিকল্প পোষক যেমন: আগাছা পরিস্কার রাখা ;৫. রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বীজ , শুরুতে , বাড়ন্ত পর্যায় , পূর্ণ বয়স্ক , সব , সংরক্ষণের সময় , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
আগা , কাণ্ড , পাতা , কচি পাতা , সব , ফল , শিকড় , বীজ
অন্যান্য:
১. আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা । ২. পোকা দমনের জন্য কীটনাশক যেমন: ডায়াজিনন ৬০ ইসি বা ফেনট্রোথিয়ন ৫০ ইসি অথবা ক্লোরপইরিফস ২০ ইসি এর যে কোন একটি ১ মিলি/ লিটর হারে পানিতে মিশিয়ে স্প্রে করা । ৩. আক্রমণ মারাত্বক হলে টিল্ট ১ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা।
তথ্যের উৎস:
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window