ফসল পটল
রোগের নাম :
পটলের গামি স্টেম ব্লাইট
রোগের কারণ :
-
প্রধান ক্ষতির লক্ষণ:
এ রোগ হলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায়। ব্যপক আক্রমনে পাতা পচে যায়। কান্ড ফেটে লালচে আঠা বের হয়।
দমন ব্যবস্থা:
১. ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা ২. রোগমুক্ত বীজ বা চারা ব্যবহার করা
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বীজ , শুরুতে , কুশি , সব , সংরক্ষণের সময় , শুটি
ফসলের যে অংশে আক্রমণ করে :
আগা , কাণ্ড , ডগা , সব , ফল , বীজ
অন্যান্য:
১. ম্যানকোজেব অথবা ম্যানকোজেব + মেটালক্সিল যেমন: রিডোমিল গোল্ড ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ৭-১০ দিন পরপর ৩ বার স্প্রে করা।
তথ্যের উৎস:
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window