| ফসল   | রসুন | 
			       
			      রোগের নাম :  |  রসুনের আগা মরা রোগ  |  
 
												 রোগের কারণ :   |   ছত্রাক  |   
				
																 প্রধান ক্ষতির লক্ষণ:    |  পাতার আগায় প্রথমে পানিভেজা সাদা দাগ দেখা যায়। ধীরে ধীরে তা বাড়তে থাকে এবং আগা  মরে শুকিয়ে সাদা হয়ে যায়।    | 
				
				
								 দমন ব্যবস্থা:  |   * আক্রমণের প্রাথমিক অবস্থায়ই ব্যবস্থা নিন । * আইপ্রোডিয়ন বা মেনকোজেব+ মেটালোক্সিল জাতীয় ছত্রাকনাশক যেমন: রোভরাল বা রিডোমিল ঘোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করুন।  | 
				
								
				 ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  : |  
					বাড়ন্ত পর্যায় 
				 | 
				
												 ফসলের যে অংশে আক্রমণ করে    :  | 
					পাতা 
				 | 
			      			      			       অন্যান্য: |  প্রয়োজনে কল সেন্টার বা কৃষি  বিশেষজ্ঞের সহায়তা নিন। |   
			      
			     
			      			        তথ্যের উৎস:  |  *  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট  * Farmer’s Window   |