ফসল রসুন
রোগের নাম :
রসুনের পার্পল ব্লচ রোগ
রোগের কারণ :
ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
এ রোগের আক্রমনে পাতায় ও বীজকান্ডে পানি ভেজা তামাটে, বাদামি বা হালকা বেগুনি রংয়ের দাগ দেখা যায়।আক্রান্ত পাতা উপর থেকে মরে আসে। এক সময় পাতা / গাছ ভেঙ্গে যায়।
দমন ব্যবস্থা:
কার্বেন্ডাজিম/আইপ্রোডিয়ন/মেনকোজেব/মেটালেক্সিল/জোক্সিস্ট্রবিন+ডাইফেনোকোনাজল/ডাইফেনোকোনাজল/টেবুকোনাজল/ট্রাইসাইক্লাজল গ্রুপের বালাইনাশক পানিতে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা
অন্যান্য:
• ফসল সংগ্রহের পর সমস্ত গাছ পুড়িয়ে ফেলুন। প্রয়োজনে কল সেন্টার বা কৃষি বিশেষজ্ঞের সহায়তা নিন।
তথ্যের উৎস:
* বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট * Farmer’s Window