ফসল ফুল কপি
রোগের নাম :
ফুলকপির গোড়া পচা রোগ
রোগের কারণ :
পিথিয়াম, ফাইটোপথোরা, রাইজোকটোনা সোলানি, স্কেলোরিসিয়াম প্রজাতির ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
চারার গোড়া বা শিকড় পচে ঢলে পড়ার মাধ্যমে এ রোগের লক্ষণ প্রকাশ পায়। অঙ্কুরোদগমের বীজ পচে যায় বা গজালেও হঠাৎ করে চারা মরে যায়। আক্রান্ত চারার গোড়ার চারদিকে বাদামি বর্ণের পানিভেজা দাগ দেখা যায় । আক্রমণের দুই দিনের মধ্যে চারা গাছটি ঢলে পড়ে ও আক্রান্ত অংশে তুলারমতো সাদা মাইসেলিয়াম দেখা যায় ও অনেক সময় সরিষার মত ছত্রাকের অনুবীজ পাওয়া যায় স্যা৺তস্যা৺তে মাটি ও মাটির উপরিভাগ শক্ত হলে রোগের প্রকোপ বাড়ে । রোগটি মাটিবাহিত বিধায় মাটি, আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে । চারা টান দিলে সহজে মাটি থেকে উঠে আসে।
দমন ব্যবস্থা:
• প্রতি লিটার পানিতে ইপ্রোডিয়ন বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন: রোভরাল ২ গ্রাম বা ব্যাভিস্টিন ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে মাটিসহ ভিজিয়ে দেয়া; অথবা • প্রতি লিটার পানিতে কপার অক্সিকোরাইড ৪ গ্রাম/১ লি. পানি + স্ট্রেপটোমাইসিন ১ গ্রাম/১০ লি. পানি হারে ৭ দিন পর পর দু-তিনবার স্প্রে করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
শিকড় , কান্ডের গোঁড়ায়
তথ্যের উৎস:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এবং কৃষকের জানালা, info.totthoapa.gov.bd, matirkatha.gov.in