ফসল ফুল কপি
রোগের নাম :
ফুলকপির ইয়োলো ভাইরাস রোগ
রোগের কারণ :
ভাইরাস
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতা হলুদ হয়ে যায় । অধিক আক্রমণে গাছে ফল ধরে না।
দমন ব্যবস্থা:
• প্রতি লিটার পানিতে ইপ্রোডিয়ন বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন: রোভরাল ২ গ্রাম বা ব্যাভিস্টিন ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে মাটিসহ ভিজিয়ে দেয়া; অথবা • প্রতি লিটার পানিতে কপার অক্সিকোরাইড ৪ গ্রাম/১ লি. পানি + স্ট্রেপটোমাইসিন ১ গ্রাম/১০ লি. পানি হারে ৭ দিন পর পর দু-তিনবার স্প্রে করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা