ফসল ফুল কপি
রোগের নাম :
কার্ড পচা রোগ
রোগের কারণ :
ফিউজেরিয়াম ইকোইজিটি ও অল্টারনেরিয়া প্রজাতির ছত্রাক এবং আরউইনিয়া কেরোটোভোরা নামক ব্যাকটেরিয়া সম্মিলিতভাবে সৃষ্টি করে
প্রধান ক্ষতির লক্ষণ:
এ রোগের কারণে ফুলকপির সব ফুল নষ্ট হয়ে যায় বা খাওয়ার অনুপোযোগী হয়ে যায়।ফুলকপির কার্ডে প্রথমে বাদামি রঙের গোলাকৃতি দাগ দেখা যায় পরে একাধিক দাগ মিশে বড় দাগ সৃষ্টি করে।ব্যাকটেরিয়া আক্রমণে কার্ডে দ্রুত পচন ধরে নষ্ট হয়ে যায়। আক্রান্ত কার্ড বা মাথা থেকে খুব কম পুষ্পমঞ্জরি বের হয় এবং তা খাওয়ার অযোগ্য হয়ে যায়।
দমন ব্যবস্থা:
• প্রতি লিটার পানিতে ইপ্রোডিয়ন বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন: রোভরাল ২ গ্রাম বা ব্যাভিস্টিন ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে মাটিসহ ভিজিয়ে দিন; অথবা প্রতি লিটার পানিতে কপার অক্সিকোরাইড ৪ গ্রাম/১ লি. পানি + স্ট্রেপটোমাইসিন ১ গ্রাম/১০ লি. পানি হারে ৭ দিন পর পর দু-তিনবার স্প্রে করুন। বিঃ দ্রঃ রোগনাশক প্রয়োগের ১ সপ্তাহের মধ্যে কপি তোলা যাবে না।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
শীষ অবস্থা , ফল পরিপক্ব
ফসলের যে অংশে আক্রমণ করে :
ফুল
তথ্যের উৎস:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এবং কৃষকের জানালা