ফসল ফুল কপি
রোগের নাম :
ফুলকপির ব্লাক রট রোগ
রোগের কারণ :
ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
আক্রান্ত পাতায় হালকা বাদামী থেকে ধুসর ছাই রংগের দাগ দেখা যায়। ধীরে ধীরে দাগ বড় হয় ও মধ্য শিরার দিকে অগ্রসর হলে অনেকটা ইংরেজি V অক্ষরের মত আকার ধারণ করে। দাগের কিনারা হলদে থাকে
দমন ব্যবস্থা:
গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট করুন; রিডোমিল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করুন ; ফসল সংগ্রহের পর অবশিষ্ট অংশ ধ্বংস করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা
তথ্যের উৎস:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এবংকৃষকের জানালা, http://bangladeshpress.com