ফসল কলা
রোগের নাম :
কলার কর্ডানা patar দাগ রোগ
রোগের কারণ :
Cordana musae ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
গাছের পাতায় বড় গোলাকার বাদামি, এর কিনারা গাঢ় লালচে বাদামি রঙ্গের দাগ পড়ে, ফলন কমে যেতে পারে। সিগাটোকা বাপাতার যে কোন দাগ রোগ হলে এ রোগ দেখ দেয়।
দমন ব্যবস্থা:
রোগাক্রান্ত পাতা বা পাতার অংশ কেটে পুড়িয়ে ফেলুন ।**রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ম্যানকোজেব ১৫ দিন অন্তর স্প্রে করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা
অন্যান্য:
***প্রয়োজনে কৃষি বিষয়ক অ্যাপস / কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যের উৎস:
কৃষকের জানালা- ডিএই।