ফসল কলা
রোগের নাম :
কলার কিউকাম্বার মোজাইক ভাইরাস রোগ
রোগের কারণ :
ভাইরাস
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতায় হলুদাভ সবুজদাগের মিশ্রণ থাকে, ফলন ব্যাপকভাবে কমে যায়।
দমন ব্যবস্থা:
আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা । ভাইরাসের বাহক পোকা (জাবপোকাও থ্রিপস) দমনের জন্য অনুমোদিত বালাইনাশক (এসাটাফ, টিডো, এডমায়ার) প্রতি লিটার পানিতে ২ মি.লি হারে মিশিয়ে ব্যবহার করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কচি পাতা
অন্যান্য:
***বালাইনাশক ব্যবহার করার পা ৭-১০ দিন পর ফল সংগ্রহ করুন।***প্রয়োজনে কৃষি বিষয়ক অ্যাপস / কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যের উৎস:
কৃষকের জানালা- ডিএই।