ফসল কলা
রোগের নাম :
কলার পানামা রোগ
রোগের কারণ :
Fusarium oxysporum f. Cubense ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয় এবং পরে কচি পাতাও হলুদ রং ধারণ করে। পরবর্তিতে পাতা বোটার কাছে ভেঙ্গে নিচের দিকে ঝুলে পড়ে এবং গাছ মারা যায়। কোন কোন সময় গাছ লম্বা লম্বিভাবে ফেটেও যায়। ভিতরের লক্ষণ- ভাসকুলার বান্ডল হলদে বাদামী রং হয়।
দমন ব্যবস্থা:
আক্রান্ত গাছগোড়া ও মাটিসহ উঠিয়ে পুড়িয়ে ফেলুন। মাস পিনিতে দুবিয় রাখুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কচি পাতা
অন্যান্য:
***প্রয়োজনে কৃষি বিষয়ক অ্যাপস / কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যের উৎস:
কৃষকের জানালা- ডিএই।