ফসল কলা
রোগের নাম :
কলার সিগাটোকা রোগ
রোগের কারণ :
Cercospora musae ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
আক্রমণে পুরানা পাতার উপর হলুদ দাগ পড়ে। দাগের আকার ক্রমশ বড় হয় এবং বাদামি বর্ণ ধারণ করে।
দমন ব্যবস্থা:
আক্রান্ত গাছগোড়া ও মাটিসহ উঠিয়ে পুড়িয়ে ফেলুন। মাস পিনিতে দুবিয় রাখুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কচি পাতা
অন্যান্য:
***প্রয়োজনে কৃষি বিষয়ক অ্যাপস / কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যের উৎস:
কৃষকের জানালা- ডিএই।