ফসল কলা
রোগের নাম :
মুকু/কান্ড পচারোগ
রোগের কারণ :
Pseudomonas solanacearum ব্যাকটেরিয়া
প্রধান ক্ষতির লক্ষণ:
কচি পাতায় আগা থেকে ক্রমে নিচের দিকে সম্পূর্ণ ভারাইল/ বুগুলি / মাঝ অংশ আক্রমণ করে । আক্রান্ত অংশ প্রথমে হলুদ, পরে কালো হয়ে পচে যায়।
দমন ব্যবস্থা:
আক্রান্ত গাছ পুড়িয়ে / নষ্ট করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা
অন্যান্য:
***প্রয়োজনে কৃষি বিষয়ক অ্যাপস / কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যের উৎস:
Fruit ProductionManul- FAO/UNDP/ DAE.