ফসল মুগ
রোগের নাম :
মুগের পাউডারি মিলডিউ
রোগের কারণ :
ছত্রাক
যেভাবে ছড়ায়ঃ
ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
এ রোগে পাতার উপরে পাউডারের মত আবরণ পড়ে। সাধারণত: শুকনো মৌসুমে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়।
দমন ব্যবস্থা:
রোগের আক্রমণ বেশি হলে প্রোপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন-টিল্ট ২৫০ তরল) ১০ লিটার পানিতে ২০ মিলিলিটার (৪ মুখ) হারে মিশিয়ে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
চারা , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা
অন্যান্য:
রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা। আগাম বীজবপন করা ।
তথ্যের উৎস:
কৃষি প্রযুক্তি হাতবই । ফসলের বালাই ব্যবস্থাপনা মোঃ হাসানুর রহমান