ফসল মুগ
রোগের নাম :
হলদে মোজাইক ভাইরাস
রোগের অন্য স্থানীয় নামঃ
-
রোগের কারণ :
ভাইরাস
যেভাবে ছড়ায়ঃ
ভাইরাস
প্রধান ক্ষতির লক্ষণ:
আক্রান্ত পাতার উপর হলদে-সবুজ ছোপ ছোপ দাগ পড়ে। সাধারণত কচি পাতা প্রথমে আক্রান্ত হয়।
দমন ব্যবস্থা:
"জমিতে সাদা মাছি দেখা গেলে (বাহক পোকা) ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক (যেমন-ফাইফানন অথবা সাইফানন) ১০ লিটার পানিতে ১০ মিলিলিটার (২মুখ) অথবা এডমায়ার কীটনাশক ২.৫ মিলিলিটার (আধামুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ১. শুটিবিহীন অবস্থায় প্রতি লিটার পানিতে ২ মিলি স্টার্টার/পারফেকথিয়ন/টাফগর অথবা ১ মিলি ন্যাকফেন/ফেনডিথিয়ন/ফেনভেলারেট মিশিয়ে গাছে স্প্রে করতে হবে৷ ২. শুটি বা শিম থাকাকালীন সমযে প্রতি লিটার পানিতে ১ মিলি লিটার রেলোথ্রিন/বুস্টার মিশিয়ে গাছে স্প্রে করতে হবে৷ ৩. সকাল বেলা গাছে ছাই ছিটিয়ে দিলে এই পোকা গাছ থেকে পড়ে যাবে৷"
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা
অন্যান্য:
আক্রান্ত বীজ ও বাতাসের মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ে। সাদা মাছি এ রোগের বাহক হিসেবে কাজ করে। আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। আক্রান্ত গাছ তুলে পুড়ে ফেলতে হবে ।
তথ্যের উৎস:
কৃষি প্রযুক্তি হাতবই । ফসলের বালাই ব্যবস্থাপনা মোঃ হাসানুর রহমান