ফসল টমেটো
রোগের নাম :
আগাম ধ্বসা বা আর্লি ব্লাইট
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ছত্রাক
ক্ষতির লক্ষণ:
নিচের পাতায় ছোট ছোট বাদামি রঙের অল্প বসে যাওয়া কৌনিক দাগ পড়ে। আক্রান্ত অংশে সামান্য বাদামি এলাকার সাথে পর্যায়ক্রমে কালচে রংয়ের গোল গোল বড় দাগ পড়ে। পাতার বোঁটা ও কান্ডের দাগ অপেক্ষাকৃত লম্বা ধরনের হয়। গাছ হলদে হওয়া, পাতা ঝরে পড়া এবং অকালে গাছ মরে যাওয়া এ রোগের লক্ষণীয় উপসর্গ। ফল আক্রান্ত হলে পাকার আগেই ঝড়ে পড়ে। ফলেও চাক চাক কোচকানো বাদামী থেকে কালো রঙের দাগ পড়ে।
প্রধান ক্ষতির লক্ষণ:
গাছের বয়স্ক পাতার এ রোগের লক্ষণ প্রথম দেখা যায়। আক্রান্ত গাছের পাতার উপর কাল বা বাদামী রংয়ের বৃত্তাকার দাগ পড়ে। ক্ষত স্থানটি অনেক গুলি ছোট বড় বৃত্তের সমষ্টি। পাতার মত কাণ্ডে ও ফলে বৃত্তাকার দাগ দেখা যায়।
দমন ব্যবস্থা:
রোগ দেখা দেয়ার সাথে সাথে ডাইথেন এম-৪৫ ২ গ্রাম, বা রোভরাল ১ মিলি ছত্রাকনাশক প্রতিলিটার পানিতে মিশিয়ে ১২ দিন পরপর স্প্রে করা ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , ফল
অন্যান্য:
টমেটো ক্ষেতের পাশে আলু চাষ করা থেকে বিরত থাকুন। সতর্কতাঃ সকল বালাইনাশকই বিষ। তাই বালাইনাশক ব্যবহারের পূর্বে এবং সংরক্ষণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।
তথ্যের উৎস:
ফসলের বালাই ব্যবস্থাপনা। মোঃ হাসানুর রহমান, ২য় সংস্করণ, জানুয়ারি ২০১৩ ।