ফসল পাট
রোগের নাম :
শুকনো ক্ষত রোগ
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ছত্রাক
ক্ষতির লক্ষণ:
এ রোগ দেশি পাট, কেনাফ ও মেস্তায় দেখা যায়। চারা অবস্থায় এ রোগ মড়কের সৃষ্টি করে। বড় গাছের কাণ্ডে কালচে দাগ পড়ে। আক্রান্ত স্থান ফেটে যায়, আক্রান্ত স্থান থেকে কখনও কখনও আঁশ বের হয়ে আসে। ক্ষতস্থানে জীবাণু তৈরি হয়। এ জীবাণু বাতাসের মাধ্যমে উড়ে আক্রমণ করে। ফলে আক্রমণ করলে ফল কালো ও আকারে ছোট হয়। এ ছত্রাকের বীজের মধ্যে টিকে থাকার ক্ষমতা অনেক দিন। বীজের ভিতরে এর জীবাণু গভীর ভাবে প্রবেশ করে এবং বীজকে নষ্ট করে দেয়। এ রোগে আক্রান্ত হলে গাছ মরে না, তবে আঁশের মান নিম্ন হয়।
প্রধান ক্ষতির লক্ষণ:
এ ছত্রাকের বীজের মধ্যে টিকে থাকার ক্ষমতা অনেক দিন। বীজের ভিতরে এর জীবাণু গভীর ভাবে প্রবেশ করে এবং বীজকে নষ্ট করে দেয়। এ রোগে আক্রান্ত হলে গাছ মরে না, তবে আঁশের মান নিম্ন হয়।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
সব
ফসলের যে অংশে আক্রমণ করে :
ফল