| ফসল   | চীনাবাদাম | 
			       
			      রোগের নাম :  |  লিফ স্পট / টিক্কা রোগ  |  
 
												 রোগের কারণ :   |  ছত্রাক  |   
				
								 যেভাবে ছড়ায়ঃ    |  সারকম্প্রোরা এরাচিডিকলা ও ফেসারিওপসিস পারসোনাটা নামক দুটি ছত্রাক দ্বারা এ রোগ সৃষ্টি হয়।    | 
				
								 ক্ষতির লক্ষণ:   |  উপর এ দাগের সংখ্যা এক হতে এক ডজন পর্যন্ত অথবা তারও বেশি হতে পারে। দাগগুলি নানা আকারের হয় এবং পাতার উপর এলোমেলো দাগ ছড়িয়ে পড়ে। মাঝে মাঝে দুই বা ততোধিক দাগ একত্রে মিলিত হয়ে বড় দাগের সৃষ্টি করে। এ রোগের আক্রমণের ফলে পাতা ঝরে পড়ে যায়। আক্রমণের চূড়ান্ত পর্যায় গাছের উপরের কয়েকটি কচি পাতা ছাড়া আর কোন পাতাই থাকে না।  |   
				
								 প্রধান ক্ষতির লক্ষণ:    |  দাগগুলি নানা আকারের হয় এবং পাতার উপর এলোমেলো দাগ ছড়িয়ে পড়ে। মাঝে মাঝে দুই বা ততোধিক দাগ একত্রে মিলিত হয়ে বড় দাগের সৃষ্টি করে।    | 
				
				
								 দমন ব্যবস্থা:  |   এ রোগ দেখা দেওয়ার সাথে সাথে গাছে ব্যাভিস্টিন ৫০ ডব্লিউপি ১ গ্রাম হারে ছিটালে রোগের প্রকোপ কমে যায়।  | 
				
								
				 ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  : |  
					বাড়ন্ত পর্যায় 
				 | 
				
												 ফসলের যে অংশে আক্রমণ করে    :  | 
					পাতা 
				 | 
			      			      			       অন্যান্য: |  সতর্কতাঃ সকল বালাইনাশকই বিষ। তাই বালাইনাশক ব্যবহারের পূর্বে এবং সংরক্ষণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।  |   
			      
			     
			      			        তথ্যের উৎস:  |  বারি কৃষি প্রযুক্তি হাতবই। শস্যের রোগ- হাসান আশরাফউজ্জামান   |