ফসল চীনাবাদাম
রোগের নাম :
মরিচা
রোগের অন্য স্থানীয় নামঃ
নাই
রোগের কারণ :
ছত্রাক
যেভাবে ছড়ায়ঃ
পাকসিনিয়া এরাচিডিস নামক ছত্রাকের কারনে এ রোগ হয় ।
ক্ষতির লক্ষণ:
এ রোগের প্রাথমিক অবস্থায় পাতার নিচের পিঠে মরিচা পড়ায় ন্যায় সামান্য উঁচু বিন্দুর মত দাগ দেখা যায়। দাগ ধীরে ধীরে বড় হতে থাকে। আক্রমণের মাত্রা বেড়ে যাবার সাথে সাথে পাতার উপরের পিঠেও এ দাগ দেখা যায়। ফসল বেশি আক্রান্ত হলে ফলন অনেক কমে যায়।
প্রধান ক্ষতির লক্ষণ:
দাগ ধীরে ধীরে বড় হতে থাকে। আক্রমণের মাত্রা বেড়ে যাবার সাথে সাথে পাতার উপরের পিঠেও এ দাগ দেখা যায়।
দমন ব্যবস্থা:
রোগ দেখা দেবার সাথে সাথে কন্টাফ বা টিল্ট-২৫০ ইসি(তরল) প্রতি লিটার পানিতে আধা মিলি(০.৫%) হারে ১২ দিন অন্তর ২-৩ বার স্প্রে করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা
অন্যান্য:
সতর্কতাঃ সকল বালাইনাশকই বিষ। তাই বালাইনাশক ব্যবহারের পূর্বে এবং সংরক্ষণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।
তথ্যের উৎস:
বারি কৃষি প্রযুক্তি হাতবই