ফসল পাট
রোগের নাম :
আগা শুকিয়ে যাওয়া রোগ (Die Back)
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
মূলত তোষা ও কেনাফ পাটে এ রোগ দেখা যায়। খরার পর ঝড়ে বা অন্য কোন কারণে গাছে আঘাত লাগলে এ রোগ বেশি হতে পারে। এ রোগে আক্রান্ত অংশ বাদামী রং ধারণ করে এবং পাটের আগা থেকে নিচের দিকে শুকাতে আরম্ভ করে। ফুল আসার পর এ রোগ দেখা দেয়।
দমন ব্যবস্থা:
রোগ দেখা দেবার সাথে সাথে ডাইথেন এম-৪৫ নামক ছত্রাকনাশক ঔষধ প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম মিশিয়ে ২/৩ দিন পরপর অন্তত ২/৩ বার গাছে স্প্রে করতে হবে
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
আগা , ডগা , কচি পাতা
তথ্যের উৎস:
উদ্ভিদ রোগবিজ্ঞান ও শস্যের রোগ। লেখকঃ হাসান আশরাফউজ্জামান। । পাট কেনাফ মেস্তার রোগ ও নিয়ন্ত্রন। বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট।