ফসল মরিচ
রোগের নাম :
এনথ্রাকনোজ
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ছত্রাকের আক্রমন
ক্ষতির লক্ষণ:
আক্রান্ত মরিচে কালো কালো দাগ পড়ে এবং বিকৃত হয়ে শুকিয়ে যায় ।
প্রধান ক্ষতির লক্ষণ:
শুরুতে গাছের নতুন ডগা ও ফুলের কুড়িতে রোগের লক্ষণ দেখা দেয় । আক্রান্ত ফুল নুয়ে শুকিয়ে ঝরে পড়ে, রোগ বাড়ার সাথে সাথে ফলের বোটা হতে ডাটায় সংক্রমিত হয় এবং ক্রমেই গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে । পড়ে গাছের বাকল প্রথমে বাদামী হয় এবং পরে ডোরাকাটা সাদা দাগে পরিনত হয় । আক্রান্ত মরিচে কালো কালো দাগ পড়ে এবং বিকৃত হয়ে শুকিয়ে যায় ।
দমন ব্যবস্থা:
মরিচের এ্যানথ্রাকনোজ। মরিচের এ্যানথ্রাকনোজ রোগ দমনের জন্য কার্বেনডাজিম গ্রুপের বালাইনাশক যেমন( জেনুইন ৫০ ডব্লিউপি ২গ্রাম প্রতি লিটার পানিতে, সিসটিন ৫০ ডব্লিউপি, সিনজিম ৫০ ডব্লিউপি, টুউইন ৫০ ডব্লিউপি প্রতি লিটার পানিতে ১গ্রাম হারে) অথবা প্রোপিকোনাজল গ্রুপের বালাইনাশক যেমন( টিল্ট ২৫০ইসি, প্রাউড ২৫ ইসি, সুপার জল ২৫ ইসিপ্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে) অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের বালাইনাশক যেমন( চ্যাম্পিয়ন ৭৭ ডব্লিউপি, প্যারাসল ৭৭ ডব্লিউপি, জিবাল ৭৭ ডব্লিউপি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে) অথবা হেক্সাকোনাজল গ্রুপের বালাইনাশক যেমন ( ব্লেজল ৫ ইসি, কনক ৫ ইসি প্রতি লিটার পানিতে ১মিলি হারে) মিশিয়ে স্প্রে করুন। বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
ফলের বাড়ন্ত পর্যায় , ফল পরিপক্ব
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , ফল
তথ্যের উৎস:
বইয়ের নামঃ উদ্ভিদ রোগ বিজ্ঞান। লেখক- হাসান আশরাফউজ্জামান।