ফসল মরিচ
রোগের নাম :
মোজাইক
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ভাইরাসের আক্রমন
যেভাবে ছড়ায়ঃ
-
ক্ষতির লক্ষণ:
-
প্রধান ক্ষতির লক্ষণ:
আক্রান্ত গাছের পাতা কুঁকড়ে যায় এবং গাছ বেটে হয়ে। পাতার শিরা ও উপশিরা সবুজ কনাবিহীন হয়ে যায়। গাছে কম ফল ধরে ও আক্রান্ত ফল বিকৃত হয়ে যায়। পাতা ছোপ ছোপ হয়ে যায়
দমন ব্যবস্থা:
ভাইরাসমুক্ত বীজ বপন। বাহক পোকা দমন
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , ফল
অন্যান্য:
-
তথ্যের উৎস:
বইয়ের নামঃ উদ্ভিদ রোগ বিজ্ঞান। লেখক- হাসান আশরাফউজ্জামান।