ফসল মরিচ
রোগের নাম :
লিফকার্ল বা কুঁকড়ানো
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ভাইরাসের আক্রমন
প্রধান ক্ষতির লক্ষণ:
এ রোগে গাছ আক্রান্ত হলে গাছের উপরের অংশ ও পাতা কুকড়ায়ে যায়। পাতা মুড়িয়ে যায় ও চামড়ার ন্যায় পুরু মনে হয়। স্বাভাবিক পাতার তুলনায় পুরু হয়।
দমন ব্যবস্থা:
আক্রান্ত গাছ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। ভাইরাসের বাহক পোকা দমন করতে হবে। ভাইরাসের বাহক পোকা সাদা মাছিকে দমনের জন্য ইমিডাক্লোরপিড ২০ এসএল গ্রুপের বালাইনাশক (এডমায়ার,ইসিটাফ,টিডো,তেজ) প্রতি ১ লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।তবে স্প্রে করার পূর্বে পরিপক্ব ফল তুলে নিতে হবে।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , ফল , ফুল
তথ্যের উৎস:
বইয়ের নামঃ উদ্ভিদ রোগ বিজ্ঞান। লেখক- হাসান আশরাফউজ্জামান।