ফসল মরিচ
রোগের নাম :
ফিউজেরিয়াম উইল্ট
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
রোগের শুরুতে গাছে নিচের পাতাগুলো কে ঝুলে পড়তে দেখা যায়। পাতায় এ ধরনের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই কাণ্ডের গোঁড়ার গ্রন্থিগুলি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। ফলে গাছ খুব দ্রুত ঢলে পড়ে। ফলে, কচি কচি ডালগুলো মরে বাদামী রঙ ধারণ করে। গাছের কাণ্ড ক্ষতিগ্রস্থ হয়। গোঁড়া পচে বাদামী রং ধারণ করে। পরিশেষে পাতা নুইয়ে পড়ে।
দমন ব্যবস্থা:
আগাছা ব্যাবস্থাপনা করতে হবে। পূর্বে আক্রান্ত জমি চাষ করা যাবে না।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
শিকড়
তথ্যের উৎস:
বইয়ের নামঃ উদ্ভিদ রোগ বিজ্ঞান। লেখক- হাসান আশরাফউজ্জামান।