| ফসল   | পাট | 
			       
			      রোগের নাম :  |  মোজাইক (Mosaic)  |  
 
								
				 রোগের অন্য স্থানীয় নামঃ    | নেই    |  
				
												 রোগের কারণ :   |  ভাইরাস
  |   
				
																 প্রধান ক্ষতির লক্ষণ:    |  সাধারণত দেশি পাটের জাতে এ রোগটি বেশি দেখা যায়। পাতার মধ্যে বিক্ষিপ্ত ভাবে হলুদ ও সবুজ ছোপ ছোপ দাগ দেখা যায়। রোগের আক্রমণ বেশি হলে পাতা কিছুটা কুঁকড়ে যায় এবং গাছ বেটে হয়ে যায়। আক্রান্ত পাতা ভঙ্গুর ও ফ্যাঁকাসে হয়। সাদ মাছি এ রোগ বিস্তার করে । 
    | 
				
				
								 দমন ব্যবস্থা:  |   প্রতিরোধ ব্যবস্থা হিসাবে নীরোগ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। জমিতে আক্রান্ত চারা দেখা মাত্র তা তুলে ফেলতে হবে। কোন ক্রমেই হলদে সবুজ ছিটা পড়া আক্রান্ত গাছ জমিতে রাখা যাবে না। পাট গাছের মাঝামাঝি বয়সের বাড়ন্তকালে যদি এ রোগ ব্যাপকভাবে দেখা দেয় তা হলে ঐ ক্ষেতের পাট গাছ কেটে আঁশ সংগ্রহ করতে হবে। আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা একেবারেই নিষিদ্ধ। আক্রান্ত গাছের বীজ সংগ্রহ করে বপন করলে পরবর্তী বছর ব্যাপক ভাবে এ রোগ দেখা দেবে। রোগ প্রতিরোধী পাটের জাত ব্যবহার করে রোগ প্রতিরোধ করা যায়। তথ্যসুত্রঃ পাট কেনাফ মেস্তার রোগ ও নিয়ন্ত্রন- বিজেআরআই)  
  | 
				
								
				 ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  : |  
					বাড়ন্ত পর্যায় , চারা 
				 | 
				
												 ফসলের যে অংশে আক্রমণ করে    :  | 
					পাতা 
				 | 
			      			      			     
			      			        তথ্যের উৎস:  |  উদ্ভিদ রোগবিজ্ঞান ও শস্যের রোগ। লেখকঃ হাসান আশরাফউজ্জামান। । পাট কেনাফ মেস্তার রোগ ও নিয়ন্ত্রন। বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট।    |