ফসল | পাট |
রোগের নাম : | গোঁড়া পচা (Soft Rot) |
রোগের অন্য স্থানীয় নামঃ | নেই |
রোগের কারণ : | ছত্রাক
|
প্রধান ক্ষতির লক্ষণ: | ভেজা তোলার মত এক ধরনের ছাতা গাছের গোড়ার চার পাশে বেড়ে ওঠে । ক্রমেই সরিষা বীজের মত ছত্রাকের বহু দানার সৃষ্টি হয় । গাছ গোড়া থেকে ঊপরের দিকে বাদামি রঙ ধারন করে । অবশেষে গোড়া পচে গাছ মাটিতে ঢেলে পড়ে যায় ।
|
দমন ব্যবস্থা: | বীজ বপনের আগে জন্য ভিটাভেক্স ২০০ (০.৪%) / প্রভেক্স-২০০(০.৪%) ৪ গ্রাম ছত্রাক নাশক প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা রসুন বাটা ১২৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে রোদে শুঁকাতে হবে। বপনের আগে বীজ শোধনের ফলে রোগের প্রকোপ অনেক কমে যায়। শোধন করা সম্ভব না হলে বপনের আগে বীজ রোদে ভালভাবে শুঁকাতে হবে। এ রোগের প্রতিকারের জন্য জমি পরিষ্কার পরিচ্চন এবং আবর্জনা মুক্ত রাখতে হবে। সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে । জমিতে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা করতে হবে। ছত্রাক নাশক ডাইথেন এম-৪৫ প্রতি ১০ লিটার পানিতে ২০গ্রাম মিশিয়ে গাছের গোঁড়ায় পর পর ২/৩ দিন প্রয়োগ করলে রোগের ব্যাপকতা কমে যায়। রোগ দমনের জন্য গাছ থেকে ক্ষেতের যাবতীয় ঝরাপাতা ও আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে।
অল্প সংখ্যক গাছে রোগ হলে গাছের গোঁড়ায় চারদিকে ডাইথেন এম-৪৫ অথবা অন্য ছত্রাকনাশক সিঞ্চন করে রোগ নিয়ন্ত্রন করতে হবে। |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : |
সব
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
কান্ডের গোঁড়ায়
|
তথ্যের উৎস: | উদ্ভিদ রোগবিজ্ঞান ও শস্যের রোগ। লেখকঃ হাসান আশরাফউজ্জামান। । পাট কেনাফ মেস্তার রোগ ও নিয়ন্ত্রন। বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট। |