ফসল পাট
রোগের নাম :
পাতায় সাদা গুঁড়া পড়া রোগ (Powdery Mildew)
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতার উপর গোলাকার ও সাদা পাউডারের মত অসংখ্য রোগের জীবাণু দেখা যায়। গাছের পাতা সাদা গুড়ায় ঢেকে যায়। রোগে আক্রান্ত পাতা কয়েক দিনের মধ্যে বাদামী রং ধারণ করে। পাতার সংখ্যা কমে যায় এবং পাতার আকৃতি ছোট হয়। কখনও রোগের জীবাণু পাতা থেকে কাণ্ডে ও ফুলে ছড়িয়ে যায় এবং গাছ হলুদ ও দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে গাছের পাতা শুকিয়ে যায় ও গাছ মারা যায়। আক্রান্ত গাছের ফল অকালে পেকে যায়। আঁশের মান খারাপ হয়ে যায়। দেশি পাটে এ রোগের আক্রমণের তীব্রতা বেশি।
দমন ব্যবস্থা:
রোগের আক্রমন দেখার সাথে সাথে থিয়োভিট ৩০ গ্রাম প্রতি ১০ লিটার পানির সাথে মিশিয়ে সমস্ত গাছে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করা ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা
তথ্যের উৎস:
উদ্ভিদ রোগবিজ্ঞান ও শস্যের রোগ। লেখকঃ হাসান আশরাফউজ্জামান। । পাট কেনাফ মেস্তার রোগ ও নিয়ন্ত্রন। বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট।