ফসল টমেটো
রোগের নাম :
বুশি স্টান্ট ( লিফ হপার নামক পোকা দ্বারা ছড়ায়)
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ভাইরাস
প্রধান ক্ষতির লক্ষণ:
এ রোগে গাছ আক্রান্ত হলে গাছের উপরের অংশ কুকড়ায়ে যায়। পাতা মুড়িয়ে যায় ও চামড়ার ন্যায় পুরু মনে হয়।
দমন ব্যবস্থা:
আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। লিফ হপার পোকা দেখা মাত্র দমন ব্যবস্থা নিতে হবে
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কচি পাতা , সব
তথ্যের উৎস:
ফসলের বালাই ব্যবস্থাপনা মোঃ হাসানুর রহমান, ২য় সংস্করণ, জানুয়ারি ২০১৩ ।