ফসল লাউ
রোগের নাম :
মোজাইক ভাইরাস রোগ
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ভাইরাস
প্রধান ক্ষতির লক্ষণ:
চারা গজানো গাছের পাতায় হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়।
দমন ব্যবস্থা:
জমি থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা/ডাল কেটে দেয়া
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
কুশি , শীষ অবস্থা , বাড়ন্ত পর্যায় , চারা , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , ফল
অন্যান্য:
রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহসহ জমি নিবিড় পর্যবেক্ষণ করে জাব পোকা, শোষক পোকা ও জেসিড পাশের জমি বা এ ফসলে আসে কি না পরিদর্শণ ব্যবস্থা নিন ।
তথ্যের উৎস:
কিঊ এ আই এস - ডি এ ই । তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এবং কৃষকের জানালা