ফসল পেঁয়াজ
রোগের নাম :
হোয়াইট রট
রোগের অন্য স্থানীয় নামঃ
নেই
রোগের কারণ :
ছত্রাক
যেভাবে ছড়ায়ঃ
১।অতিরিক্ত ঘন করে পেঁয়াজ লাগাবেন না। ২।সুষম সার প্রয়োগ ও পরিচর্যা করুন। ৩।একই জমিতে বার বার পেঁয়াজ-রসুন চাষ করবেন না। ৪।বিকল্প পোষক যেমন: আগাছা পরিস্কার রাখা। ৫।আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না।
প্রধান ক্ষতির লক্ষণ:
এ রোগের আক্রমণে পুরাতন পাতা হলুদ হয়ে নেতিয়ে পড়ে। শিকড় ও কন্দের বাইরের আবরণে পচন ধরে। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
দমন ব্যবস্থা:
১।আক্রান্ত পাতা ও বীজকান্ড ছাটাই করে ধ্বংস করুন। ২।ছত্রাকনাশকে এ রোগ দমন করা কঠিন, তবে রোভরাল, ডাইথেন এম ৪৫, রিডোমিল গোল্ড এমজেড ইত্যাদি পর্যায়ক্রমে পরিবর্তন করে (২ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে ) ব্যবহার করলে কিছুটা ফল পেতে পারেন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কান্ডের গোঁড়ায়
অন্যান্য:
বালাইচেনা ও ব্যবস্থাপনায় প্রয়োজনে কল সেন্টার বা কৃষি বিশেষজ্ঞের সহায়তা নিন।
তথ্যের উৎস:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)