| ফসল | আলু | 
রোগের নাম : | আলুর দাঁদ রোগ | 
রোগের কারণ : | Streptomyces scabies নামক ব্যাক্টিরিয়া | 
প্রধান ক্ষতির লক্ষণ: | দাঁদ রোগে আলুর টিউবারের উপরে উঁচু অমসৃণ, এবং ভাসা বিভিন্ন আকারের বাদামি খসখসে দাগ পড়ে। আক্রমন বেশী হলে পুরো টিউবারই দাগে ভরে যায়। | 
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : |  
				ফল পরিপক্ব | 
ফসলের যে অংশে আক্রমণ করে : | 
				ফল |