ফসল আলু
রোগের নাম :
পাতা মোড়ানো রোগ
রোগের কারণ :
পাতা মোড়ানো ভাইরাস জাব পোকা
প্রধান ক্ষতির লক্ষণ:
আক্রান্ত পাতা খস খসে , খাড়া ও উপরের দিকে মুড়ে যায়। আগার পাতার রঙ হালকা সবুজ হয়, গাছের বৃদ্ধি থেমে যায়। কখনো পাতার কিনারা লালচে বেগুনি রঙের হয়। গাছ খাটো হয় এবং সোজা হয়ে দাড়েয়ে থাকে। গাছ নাড়া দিলে ঝন ঝন শব্দ হয় । আলু আকারে ছোট ও সংখ্যায় কম হয়
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা