ফসল আলু
রোগের নাম :
শুকনা পচা রোগ
রোগের কারণ :
Fusarium spp ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
আলুর গায়ে কিছুটা গভীর বাদামী চক্রাকার দাগ পড়ে । আলুর ভিতরে গর্ত হয়ে যায়। প্রথম পচন যদিও ভিজা থাকে, পরে তা শুকিতে শক্ত হয়ে যায় । আক্রান্ত অংশে গোলাকার ভাজ এবং কখনো কখনো ঘোলাটে সাদা ছত্রাক জালিকা দেখা যায় ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
পূর্ণ বয়স্ক , সংরক্ষণের সময়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড