ফসল সয়াবিন
রোগের নাম :
সয়াবিনের পাউডারী মিলডিউ
রোগের কারণ :
ছাত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মত দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে । আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায় ।
দমন ব্যবস্থা:
১. আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা । ২. টিল্ট ২৫০ইসি-০.৫মিঃলিঃ অথবা রনভিট-২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
চারা , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা
তথ্যের উৎস:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window