ফসল সয়াবিন
রোগের নাম :
সয়াবিনের পাতার রাস্ট
রোগের কারণ :
ছাত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
বয়স্ক গাছেই এ রোগের আক্রমণ বেশি হয় । পাতার নিচের দিকে্ প্রথমে মরিচা পড়ার ন্যায় সামান্য উচু বিন্দুর মত দাগ দেখা যায় । আক্রমণ বেশি হলে পাতার উপরের পিঠে এ রোগ দেখা যায় ।
দমন ব্যবস্থা:
* রোগ প্রতিরোধী জাতের চাষ করা । * আক্রান্ত পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা । * ফসল কাটার পর পরিত্যক্ত গাছ, আগাছ বা নাড়া পুড়ে ফেলা ।* এ রোগ দেখা দিয়ে ক্যালিক্সিন ১মিলি বা টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা* ফসল সংগ্রহের পর পরিত্যাক্ত অংশ পুড়িয়ে ফেলুন
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা
তথ্যের উৎস:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window