| ফসল   | সয়াবিন  | 
			       
			      রোগের নাম :  |  সয়াবিনের মোজাইক  |  
 
												 রোগের কারণ :   |  ভাইরাস   |   
				
																 প্রধান ক্ষতির লক্ষণ:    |  এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়     | 
				
				
								 দমন ব্যবস্থা:  |    ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা/ ডাল কেটে দেয়া অপসারণ করা *ভাইরাসের বাহক পোকা দমনেহার জন্য ডায়ামেথেয়ট, এসাটাফ, এডমেয়ার, টিডো, ইত্যাদি যে কোন একটি ১ মিলি /লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা  | 
				
								
				 ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  : |  
					বাড়ন্ত পর্যায় , চারা , পূর্ণ বয়স্ক 
				 | 
				
												 ফসলের যে অংশে আক্রমণ করে    :  | 
					পাতা , কচি পাতা 
				 | 
			      			      			     
			      			        তথ্যের উৎস:  |  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window   |