ফসল সয়াবিন
রোগের নাম :
সয়াবিনের উইল্ট রোগ
রোগের কারণ :
ছাত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায়।গাছ মরে যেতে দেখা যায়। গাছের গোড়ায় পচা টিস্যু দেখা যায় ।
দমন ব্যবস্থা:
১. আক্রান্ত গাছ অপসারণ করুন ।২. পানি নিস্কাষনের সুব্যবস্থা করুন। ৩. অধিক আক্রমণের ক্ষেত্রে রোভরাল ২ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে মাটিসহ গাছ ভিজিয়ে স্প্রে করুন
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কান্ডের গোঁড়ায়
তথ্যের উৎস:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window