| ফসল   | পেঁয়াজ | 
			       
			      রোগের নাম :  |  স্টক রট  |  
 
												 রোগের কারণ :   |  ছত্রাক   |   
				
																 প্রধান ক্ষতির লক্ষণ:    |  এ রোগের আক্রমণে বীজকান্ডে হলুদ হতে তামাটে দাগ দেখা যায়। আক্রান্ত বীজ কান্ডে ছত্রাকের ঘন আবরণ দেখা যায়। এক সময় বীজকান্ড ভেঙ্গে যায়। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।    | 
				
				
								 দমন ব্যবস্থা:  |   *আক্রান্ত পাতা ও বীজকান্ড ছাটাই করে ধ্বংস করুন। *  প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাক নাশক যেমন: টিল্ট ১০ লি. পানিতে ৫ মি.লি. মিশিয়ে ১২ দিন পরপর ২ বার স্প্রে করুন। *  থ্রিপস দমনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করু  | 
				
								
				 ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  : |  
					বাড়ন্ত পর্যায় 
				 | 
				
												 ফসলের যে অংশে আক্রমণ করে    :  | 
					কাণ্ড , বীজ 
				 | 
			      			      			       অন্যান্য: |  বালাইচেনা ও ব্যবস্থাপনায় প্রয়োজনে কল সেন্টার বা কৃষি বিশেষজ্ঞের সহায়তা নিন। |   
			      
			     
			      			        তথ্যের উৎস:  |  তথ্যসূত্রঃ ১। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ২। Farmer’s Window   |