ফসল পেঁয়াজ
রোগের নাম :
পেঁয়াজের বাল্ব পচা রোগ
রোগের কারণ :
-
প্রধান ক্ষতির লক্ষণ:
এ রোগের আক্রমনে পাতায় ও বীজকান্ডে পানি ভেজা তামাটে, বাদামি বা হালকা বেগুনি রংয়ের দাগ দেখা যায়।আক্রান্ত পাতা উপর থেকে মরে আসে। এক সময় গাছ ভেঙ্গে যায়। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
দমন ব্যবস্থা:
* আক্রান্ত পাতা ও বীজকান্ড ছাটাই করে ধ্বংস করুন। * প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাক নাশক যেমন: টিল্ট ১০ লি. পানিতে ৫ মি.লি. মিশিয়ে ১২ দিন পরপর ২ বার স্প্রে করুন। * আর্দ্রও উষ্ণ আবহাওয়া বিরাজ করলে রুটিন স্প্রে ছাড়াও ঘন ঘন স্প্রে করুন।* রোভরাল, ডাইথেন এম ৪৫, রিডোমিল গোল্ড এমজেড ইত্যাদি পর্যায়ক্রমে পরিবর্তন করে ব্যবহার করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , বীজ
অন্যান্য:
বালাইচেনা ও ব্যবস্থাপনায় প্রয়োজনে কল সেন্টার বা কৃষি বিশেষজং স হায়তা নিন।
তথ্যের উৎস:
তথ্যসূত্রঃ ১। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ২। Farmer’s Window