ফসল পেঁয়াজ
রোগের নাম :
পেঁয়াজের গলা ও কন্দ পঁচা রোগ
রোগের কারণ :
ছত্রাক
প্রধান ক্ষতির লক্ষণ:
পেঁয়াজের পাতা হালকা সবুজ হতে হলুদ রং ধারণ করে এবং আগা থেকে পাতা শুকাতে থাকে। এক সময় গোড়ায় পানি ভেজা পঁচন দেখা যায় এবং অনেক সময় গাছ গোড়ায় ভেঙ্গে যায়।
দমন ব্যবস্থা:
     আক্রান্ত অংশ/গাছ সংগ্রহ করে ধ্বংসকরুন * আক্রান্ত ক্ষেতের পানি দিয়ে আরেক জমিতে সেচ দেবেন না ।। * কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক (যেমন: ব্যাভিস্টিন/ নোইন ইত্যাদি ) ১ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করুন। *ফসল সংগ্রহের পর পরিত্যাক্ত অংশ ধ্বংস করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , কান্ডের গোঁড়ায়
অন্যান্য:
বালাইচেনা ও ব্যবস্থাপনায় প্রয়োজনে কল সেন্টার বা কৃষি বিশেষজ্ঞের সহায়তা নিন।
তথ্যের উৎস:
তথ্যসূত্রঃ ১। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ২। Farmer’s Wind