ফসল লাউ
রোগের নাম :
এনথ্রাকনোজ/ফল পচা রোগ
রোগের অন্য স্থানীয় নামঃ
-
রোগের কারণ :
ছত্রাক
যেভাবে ছড়ায়ঃ
-
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতায় গোলাকার দাগ দেখা যায়। কুয়াশায় পাতার পচন লক্ষ করা যায়। বীজ চাল কুমড়া পাকার কিচগু দিন আগেই ফলে এর লক্ষণ প্রকাশ পায়। প্রথমে ছোট কালো দাগ, এর মাঝটুকু সামান্য উচু হয়। দাগ বেড়ে পুরা ফলে কালো ছোপ ছোপ দাগ হেয়ে ফল পচে যায়।
দমন ব্যবস্থা:
ফল পুরাপুরি না পাকিয়ে জমি থেকে তোলা। অনুমোগদিত বালাইনাশক / ভ্যাবিষ্টিন/ একোনাজল/?পরিমান ??/আক্রমণের শুরুতেই প্রয়োগ/ বীজ ফল অব্যশই ছত্রাজনাশজ প্রয়োগ করে বীজ রোগ মুক্ত রাখুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , ফল
তথ্যের উৎস:
-